কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট :
কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন হামিদুল ইসলাম (৪৮) ও তার ছোট ভাই নজরুল ইসলাম (৪৫)। তারা ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে। স্থানীয়রা জানান, ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক গাইন বংশ ও বিএনপি সমর্থক পিয়াদা বংশের মধ্যে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরেই বুধবার বিকেলে বাজারের একটি দোকানে চা পান করছিলেন ৮-১০ জন। এসময় পেছন থেকে পিয়াদা বংশের প্রধান গাদির নেতৃত্বে ইন্তা মলিথা ও সুমন পিয়াদাসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্রে নিয়ে গাইন বংশের দুই ভাই হামিদুল ইসলাম ও নজরুল ইসলামসহ কয়েক জনের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হামিদুল ইসলাম ও নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত নজরুল ও হামিদ ইসলামের ভাতিজা সুজন ইসলাম বলেন, যারা এ হামলা করেছে তাদের সঙ্গে আমাদের বংশগত বিরোধ ছিল। আমরা আওয়ামী লীগ সমর্থন করি। প্রতিপক্ষের লোকজন বিএনপির সমর্থক। তবে দলীয় কোনো কোন্দলের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর জানান, এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে, প্রতিক্ষরা দুজনককে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Post a Comment

Previous Post Next Post