খোকসায় মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নাজমুল হাসান- নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলাধীন পাইকপাড়া-মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক গনেশ চন্দ্র বিশ্বাস বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে কটুক্তি, অশ্লিল ও অপমান জনক মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা খোকসা বাস স্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি খোকসা কেন্দ্রীয় জামেমসজিদ থেকে শুরু হয়ে বাজারের মূল সড়ক পরিদর্শন করে বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা স্লোগানে বলেন, গণেশের চামড়া তুলে নিব আমরা, বিশ্ব নবির অপমান সইবে না রে মুসলমান, বিক্ষোভ সমাবেশ বিশ্ব নবীকে কটূক্তির নিন্দা জানানো হয়। মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (স:) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাই।

Post a Comment

Previous Post Next Post