খোকসায় নিষিদ্ধ ট্যাপেন্ডা ট্যাবলেট সহ একজন আটক
স্টাফ রিপোর্টার
:কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ওষুধসহ মিজানুর রহমান লিটন(৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে খোকসা থানা পুলিশ। আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩৫ পিস ট্যাপেন্ডা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যা স্থানীয়ভাবে মাদকাসক্তি বাড়ানোর জন্য কুখ্যাত।
লিটন, উপজেলার শোমসপুর গ্রামের মৃত আবু সালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ট্যাপেন্ডা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য বাজারজাত করছিলেন। বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শোমসপুর জনৈক রওশন আলী ধানের চাতালে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশের মতে, ট্যাপেন্ডা একটি শক্তিশালী ব্যথানাশক ট্যাবলেট হলেও এর যথেচ্ছ ব্যবহারে অনেকেই আসক্ত হয়ে পড়ছেন, যা সমাজের জন্য একটি হুমকি। লিটন মামলা নং-০৪ , ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ২৯(ক) এর আসামী।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ,শেখ মঈনুল ইসলাম জানান, আমরা মাদক নিয়ন্ত্রণের জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছি এবং এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
খোকসায় নিষিদ্ধ ট্যাপেন্ডা ট্যাবলেট সহ একজন আটক
Nahiduzzaman soyon
0
Nahiduzzaman soyon
Hlw..this is soyon from Khoksa,Kushtia,Bangladesh.
This is my blog and hope u will enjoy my blog...thnx.
Post a Comment