পাবনা সদর উপজেলার খাস চর ধুবরাকোলে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যা করে
তার মরদেহ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূ আমেনা খাতুন (৩৬) ওই এলাকার
সাদ্দাক প্রামানিকের স্ত্রী।
নিহতের ভাই, সাদ্দাম হোসেন অভিযোগ করেন যে প্রায় ২১ বছর আগে ইসলামী শরীয়াহ মোতাবেক
তার বড় বোন আমেনা খাতুনের বিয়ে হয় ধুবরাকোল এর মো.সাদ্দাক প্রামানিকের (৪১) সঙ্গে।
তাদের দাম্পত্য জীবনে দুই ছেলে সন্তান রয়েছে। তবে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের
কারণে সাদ্দাক আমেনাকে শারীরিক নির্যাতন করতেন। অভিযোগ এসেছে,গত ১৬ নভেম্বর দুপুরে
পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাদ্দাক আমেনাকে মারধর করেন। পরে রাত
১০টার দিকে তাদের টিনের ঘরে শ্বাসরোধ বা মারধর করে হত্যা করেন বলেঅভিযোগ করা হয়েছে।
হত্যার ঘটনাকে আত্মহত্যা হিসেবে প্রচারের উদ্দেশ্যে সাদ্দাক তার স্ত্রীর মরদেহ
পাশের একটি আমগাছে ঝুলিয়ে রাখেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার
করে।
এ ঘটনায় আমেনার ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেন।
মামলায় আসামি হিসেবে সাদ্দাক প্রামানিককে গ্রেফতার করা হয়েছে। খোকসা থানায় ৩০২/২০১
ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলার নম্বর ০৯, তারিখ ১৭ নভেম্বর ২০২৪।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে বলে জানা গেছে। খোকসা থানা ভারপ্রাপ্ত
কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
পাবনায় গৃহবধূকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ, স্বামী গ্রেফতার
Nahiduzzaman soyon
0
Nahiduzzaman soyon
Hlw..this is soyon from Khoksa,Kushtia,Bangladesh.
This is my blog and hope u will enjoy my blog...thnx.
Post a Comment