খোকসা উপজেলা সাংস্কৃতিক সংস্থা (উসাস)-এর সাধারণ সম্পাদক, নাট্য সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবির স্মরণে এক দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় জানিপুরের কেটিডিএ ক্লাবের সামনে উসাস এর আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা-কুমারখালির সাবেক সংসদ সদস্য এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি,বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খোকসা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আনিসুজ্জামান স্বপন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু, শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিনুল রহমান মমিন, খোকসার মুক্তিযোদ্ধাবৃন্দ, উসাস-এর সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রয়াত হবিবুর রহমান এর পরিবারের সদস্যবৃন্দ।
বক্তারা হাবিবুর রহমান হবির স্মৃতিচারণ করে তার সাংস্কৃতিক ও সামাজিক অবদান তুলে ধরেন। তারা জানান, হবির সাংস্কৃতিক কর্মকাণ্ড খোকসার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।
অনুষ্ঠানে প্রয়াত হাবিবুর রহমান হবির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।
এই আয়োজনের মধ্য দিয়ে হাবিবুর রহমান হবির কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তার অবদান চিরস্মরণীয় করে রাখার অঙ্গীকার করা হয়।
খোকসা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবির স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত
Nahiduzzaman soyon
0
Nahiduzzaman soyon
Hlw..this is soyon from Khoksa,Kushtia,Bangladesh.
This is my blog and hope u will enjoy my blog...thnx.
Post a Comment