খোকসা প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসায় মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে শ্রেনীকক্ষে
কুটুক্তি করা শিক্ষক গনেস দাসকে গ্রেফতারের দাবিতে শিক্ষার্থী এবং এলাকাবাসী সড়ক
অবরোধ করে বিক্ষোভ করেছে।
রবিবার (২০ অক্টোবর) উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া-মির্জাপুর মাধ্যমিক
বিদ্যালয়ের সামনে কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়কে দুপুর দেড়টা থেকে শিক্ষক গনেষ দাসের
অপসারণ ও গ্রেফতার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। ঘন্টাব্যাপী চলা বিক্ষোভে
সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত
শিক্ষককে আটক ও দৃষ্টান্ত মুলক শাস্তির প্রতিশ্রুতি দিলে বেলা আড়াইটার পরে
শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এ
সময় পুলিশ ঘটনা স্থলে উপস্থিত ছিল। ঐ স্কুলের শিক্ষক রফিকুল ইসলাম
জানান,শিক্ষার্থীদের মুখে শিক্ষক গনেশ দাসের বিরুদ্ধে অভিযোগ শুনেছেন। অভিযুক্ত
শিক্ষক নিজেদের মধ্যে আলোচনাতেও ধর্মীও অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলেন। এটা তার
স্বভাবে পরিণত হয়েছে । বিক্ষোভে অংশ নেওয়া পাইকপাড়া-মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের
ছাত্রদের কাছ থেকে জানা যায়, দূর্গা পূজার ছুটি শুরুর আগের দিন শিক্ষক গনেষ দাস
ইতিহাস ক্লাস নেয়ার সময় মহানবী ও ইসলাম ধর্ম সম্পর্কে কটুক্তি করেন। এ বিষয়ে তারা
প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দিয়েছিলেন। বেশকিছুদিন হয়ে গেলেও এ বিষয়ে স্কুল
কতৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় তারা রাস্তায় নেমেছে।যোগ দিয়েছে অভিভাবক এবং
এলাকাবাসী। দাবী গনেস দাস এর দৃষ্টান্তমূলক শাস্তি। খোকসা থানার ওসি তদন্ত আব্দুল
গফুর জানান, দুপুরেই সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছে শিক্ষার্থীরা। পরিস্থিতি
শান্ত আছে। শিক্ষক গনেষ দাসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শিক্ষক গনেষ
আত্মগোপনে চলে গেছে। তাকে আটকের পক্রিয়া চল
ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তিকারী শিক্ষক গনেশ এর শাস্তির দাবীতে বিক্ষোভ
Nahiduzzaman soyon
0
Nahiduzzaman soyon
Hlw..this is soyon from Khoksa,Kushtia,Bangladesh.
This is my blog and hope u will enjoy my blog...thnx.
Post a Comment