নিজস্ব প্রতিনিধি:-
খোকসায় ডেংগু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক লিফলেট বিতরণ করেছেন খোকসা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) রেশমা খাতুন।
গতকাল (২১ অক্টোবর ) সোমবার দুপুর একটায় খোকসা পৌরসভার উদ্যোগে বাসস্ট্যান্ডে জনসাধারণের মোধ্যে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার সহকারী প্রকৌশলী সুজন আলী,উপসহকারী প্রকৌশলী মামুনুর রশিদ, কনজারভেন্সি ইনস্পেক্টর সাজ্জাদ আহম্মেদ, বাজার পরিদর্শক আমকল হোসেন এবং পৌরসভার অনান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বাসস্ট্যান্ডে বিতরণ শেষে প্রশাসক রেশমা খাতুন খোকসা জানিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে যান। এসময় তিনি স্কুল প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং স্কুলের প্রধান শিক্ষিকা সানরুজা কাদির কে ডেংগু প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
টিফিন সময়ে স্কুল প্রাঙ্গনে বাচ্চাদের উদ্দেশ্যে ডেংগু প্রতিরোধে সচেতনতামুলক বক্তব্য প্রদান করেন ।
বক্তব্য শেষে বাচ্চাদের মোধ্যে লিফলেট বিতরণ করা হয়।
খোকসায় ডেংগু প্রতিরোধে সচেতনতা লিফলেট বিতরণ
Nahiduzzaman soyon
0
Nahiduzzaman soyon
Hlw..this is soyon from Khoksa,Kushtia,Bangladesh.
This is my blog and hope u will enjoy my blog...thnx.
Post a Comment