খোকসায় ভাতাভোগীদের যাচাই-বাছাই শুরু

কুষ্টিয়ার খোকসা পৌরসভার প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কদের ভাতাকার্ড এর যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় খোকসা সরকারি কলেজে ১,২ ও ৩ নং ওয়ার্ডের ভাতাভোগীদের যাচাই-বাছাই হয়। একই সময়ে খোকসা পৌরভবনে ৪,৫,৬ এবং ৭, ৮ ,৯ এর যাচাই বছাই হয় খোকসা জানিপুর বালিকা বিদ্যালয়ে। উপজেলা সমাজকর্মী উজ্জ্বল হোসেন রোমেল বলেন, ভুয়া ভাতাভোগী এবং মৃত ভাতাভোগীদের সনাক্ত করার জন্য এই যাচাই বছাই করা হচ্ছে। অসুস্থ এবং উপজেলার বাহিরে আছেন এমন ভাতাভোগীদের অতিসত্বর উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে বলেন। বিকেল ৪ টা অব্দি যাচাই-বাছাই এর কার্যক্রম চলে।

Post a Comment

Previous Post Next Post