আজ থেকে শুরু লালন উৎসব।চলবে তিন দিন

আজ থেকে শুরু হচ্ছে আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস। । এ উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেঁউড়িয়া লালন আখড়াবাড়িতে প্রতিবারের মত এবারও তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।এরই মোধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো লালন ভক্ত এবং অনুসারীরা আসতে শুরু করেছে।
তিরোধান দিবস উপলক্ষ্যে কালি নদীর পাড় ঘেঁষা মাঠে শতাধিক অস্থায়ী থাকার জায়গা ও দোকান বসেছে।গ্রামীন মেলা বসেছে মেলা উপলক্ষে। গুরুশিষ্য, ভক্ত-অনুসারী আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত লালনের আঙিনা। দূরদূরান্ত থেকে আসা ভক্ত-অনুসারীরা খণ্ডখণ্ডভাবে দলবদ্ধ হয়ে লালন ফকিরের গান গাইছেন। কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও লালন অ্যাকাডেমির অ্যাডহক কমিটির সভাপতি শারমিন আখতার বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষ্যে তিনদিন ব্যাপী লালন মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিনই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আলোচনা সভা শুরু হবে, আলোচনা শেষে শুরু হবে লালন সঙ্গীত। মেলার সার্বিক প্রস্তুতি চলছে। মাজার প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।

Post a Comment

Previous Post Next Post