নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ার,খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে রাত ১০টা ৩৫ মিনিটে একতারপুর গ্রাম থেকে ১৬০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. মোঃ শাজাহান শেখ ওরফে লতা (৫০), পিতা- মৃত আফসার হোসেন, গ্রাম- একতারপুর, উপজেলা/থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া।
২. মোঃ জনি ইসলাম (৩৪), পিতা- মৃত রফিকুল ইসলাম, গ্রাম- বনগ্রাম, উপজেলা/থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া।
৩. শ্রী নিরল রায় (৩৫), পিতা- শ্রী নিমাই রায়, গ্রাম- একতারপুর নাগরপাড়া, উপজেলা/থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া।
৪. মোঃ রুবেল শেখ (৩৫), পিতা- করম আলী শেখ, গ্রাম- গোসাইডাঙ্গী, উপজেলা/থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া।
অভিযানে উল্লেখিত আসামিদের কাছ থেকে ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর ০৮, তারিখ ১৭ নভেম্বর ২০২৪।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।
খোকসায় বিশেষ অভিযানে গাঁজাসহ চারজন গ্রেফতার
Nahiduzzaman soyon
0
Nahiduzzaman soyon
Hlw..this is soyon from Khoksa,Kushtia,Bangladesh.
This is my blog and hope u will enjoy my blog...thnx.
Post a Comment