কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়ায় দাদির চল্লিশার অনুষ্ঠান চলাকালে বাড়ির পাশের পুকুরে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাইসা খাতুন, বয়স ১৮ মাস। সে পাইকপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছোট মেয়ে।
নিহত শিশুর মামা কামাল আলী জানান, রোববার আবু বক্করের মৃত মায়ের চল্লিশার অনুষ্ঠান চলছিল। বেলা আড়াইটার দিকে রাইসার মা রেশমী খাতুন মেয়েকে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে রাইসার নিথর দেহ ভেসে ওঠে।
শিশুটিকে দ্রুত উদ্ধার কর খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার বিপ্লব সরকার জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
স্থানীয়রা ধারণা করছেন, পুকুরের পানিতে ভাসতে থাকা ওয়ানটাইম প্লেট নিয়ে খেলার সময় শিশুটি পানিতে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
খোকসায় দাদির চল্লিশার অনুষ্ঠানে পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
Nahiduzzaman soyon
0
Nahiduzzaman soyon
Hlw..this is soyon from Khoksa,Kushtia,Bangladesh.
This is my blog and hope u will enjoy my blog...thnx.
Post a Comment