কুষ্টিয়ায় যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে যৌথ কর্মী সম্মেলন হয়েছে । সোমবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই কর্মি সভা অনুষ্ঠিত হয় । কুষ্টিয়া জেলা ও উপজেলা, ইউনিয়ন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে এই কর্মীসভা হয়। সারাদেশে জেলাভিত্তিক দিক-নির্দেশনামূলক যৌথ কর্মীসভার ধারাবাহিকতার অংশ হিসেবে এই সভা।
এ কর্মী সভায় অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি আল-আমিন রানা কানাইয়ের সভাপতিত্বে ও কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল ও কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক মামুন হাসেমী দিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post