কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের নতুন অফিস উদ্ভোদন এবং অত্র ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সবুজ কুষ্টিয়া কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পাওয়ায় কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাব এবং খোকসা,কুমারখালি এবং ভেড়ামাড়া শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সকালে অত্র প্রেস্কক্লাবের নতুন অফিসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই নতুন এপিপি নিয়োগপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক নাজমুল হাসান এর সঞ্চালনায় ,প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)'র সভাপতি শামসুল আলম স্বপন বলেন, দালালদের দৌরাত্ম থেমে গেছে,এখন নতুন ভাবে ঘুরে দাড়ানোর সময়। কারও তাবিদারি করবেনা সাংবাদিক। সত্য সংবাদ দিয়ে দেশ জাতি এবং সমাজের উন্নয়নে কাজ করবে কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাব এবং এর প্রতিটি শাখা।
নতুন এপিপি নিয়োগপ্রাপ্ত ,কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাব এর সভাপতি রফিকুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সর্বদা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করবেন। কুষ্টিয়া অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে এই সংবর্ধনা পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
এছাড়াও বক্তব্য প্রদান করেন,খোকসা অনলাইন প্রেসক্লাব এর সভাপতি নাহিদুজ্জামান শয়ন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা: কামরুক ইসলাম মনা।
অনান্যদের মোধ্যে উপস্থিত ছিলেন,খোকসা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিত্য নাজমুল,যুগ্ম সাধারণ সম্পাদক নূর ইসলাম, ক্রিড়া সম্পাদক আনিচুল হক সোনা, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামিম হোসেন,নির্বাহী সদস্য আজমল হোসেন,সাবুব আলম চঞ্চল,নাজমুল হক লাভলু এবং ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা: কামরুল ইসলাম মনা, দৈনিক সূত্রপাত পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফ বিল্লাহ অন্যম,স্টাফ রিপোর্টার রিমন, অপারেটর জুয়েল,মিজান,বাপ্পী প্রমুখ
কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন ও সভাপতিকে সংবর্ধনা প্রদান
Nahiduzzaman soyon
0
Nahiduzzaman soyon
Hlw..this is soyon from Khoksa,Kushtia,Bangladesh.
This is my blog and hope u will enjoy my blog...thnx.
Post a Comment