সিন্ডিকেট ভাঙতে কুমারখালীতে ছাত্রসমাজের ন্যায্যমূল্যে সবজি বিক্রি

নিজস্ব প্রতিবেদক, কুমারখালী:

কুষ্টিয়ার কুমারখালীতে পৌর বাজারে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা ছাত্র সমাজ। আজ মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় শহরের তহ বাজারের ১ নং গেইটের পার্শ্বে ন্যায্য মূল্যের বাজারের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সূচন্ডন মন্ডল।

এসময় কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ কাওছার , কুষ্টিয়া জেলা টাস্কফোর্সের ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ, কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাগর শেখ, কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব২.০ সদস্য জীবন,নয়ন, উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ,আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকালে অস্থায়ী বাজারে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় সবজির ন্যায্যমূল্যের তালিকা টানিয়ে সবজি বিক্রি শুরু হয় সেখানে প্রতি আলু ৬৫ টাকা, পিয়াজ ১২৫ টাকা , রসুন ২২৫ টাকা, মরিচ ৯০ টাকা , পটল ৪৫ টাকা , পটল(দেশী) ৬০ টাকা, শসা ৩৫ টাকা,পেঁপে ২৮ টাকা,বেগুন ৬০ টাকা, করলা ৫৫ টাকা, লেবু প্রতি হালি ৬ টাকা,ডিম প্রতি হালি ৪৪ টাকা ও লাউ প্রতি পিস সাইজ অনুসারে ৪০, ৩০, ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

বাজার থেকে কম দামে পণ্য কিনতে পারায় অনেককেই অস্থায়ী বাজারে ভিড় করতে দেখা গেছে। ছাত্র-সমাজের এ কার্যক্রমকে অনেকে সাধুবাদ জানিয়েছে। তবে এ ক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাজার মনিটরিং টিমের সহায়তা চেয়েছেন তারা।

কয়েকজন সাধারণ ক্রেতাদের সাথে কথা বললে তারা জানান, ছাত্ররা কম দামে সবজি বিক্রি করতে পারলে ব্যবসায়ীরা পারবে না কেন। আমরা সাধারণ ক্রেতারা বারবার সিন্ডিকেটের কবলে পড়ি। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখে দিতে ছাত্রসমাজের স্বেচ্ছায় ন্যায্যমূল্যে সবজি বিক্রিকে সাধুবাদ জানান তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, সাধারণ মানুষকে কম দামে নিত্যপণ্য সরবরাহ করতে চেষ্টা করছেন তারা। সিন্ডিকেট ভাঙতে আমাদের এ কার্যক্রম প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অব্যহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post