খোকসায় বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

খোকসা বিএনপির সদ্য ঘোষিত উপজেলা এবং পৌর আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে উৎসবমুখর পরিবেশে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি খোকসা বাজার ও থানা রোড প্রদক্ষিণ করে পুনরায় মুক্তিযোদ্ধা চত্বরে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন সদ্য ঘোষিত খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন খান এবং পৌর বিএনপির আহ্বায়ক এ জেড জি রশিদ রেজা বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব এস এম মোস্তফা শরিফ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম, আবু হেনা মোস্তফা ছালাম লুলুসহ ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল এবং খোকসা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে পুরো খোকসা শহর এক উজ্জ্বল ও প্রাণবন্ত পরিবেশে মুখর হয়ে ওঠে। মিছিল শেষে মুক্তিযোদ্ধা চত্বরে দেওয়া বক্তব্যে আলাউদ্দিন খান বলেন, “গত ১৭ বছর আমরা শুধু স্বৈরাচারীর বিরুদ্ধেই আন্দোলন করিনি। আমরা দেখেছি এই দলকে কুক্ষিগত করে রাখা হয়েছিল। দলকে জনগণ থেকে বিচ্ছিন্ন এবং সীমার মধ্যে আবদ্ধ করা হয়েছিল। তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। আজকের দিনটি সেই সংগ্রামের বিজয়ের দিন। আগামী দিনে আমরা এই দলকে জনগণের দল ও গণতান্ত্রিক দলে পরিণত করবো—এই আশা নিয়ে আমাদের পথচলা শুরু করলাম।” এ সময় তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Post a Comment

Previous Post Next Post