খোকসা মডেল টাউনে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

খোকসা মডেল টাউনে ৩ দিন আগে নিখোঁজ হওয়া ভ্যানচালক আজাদ মোল্লা (আনুমানিক ৩৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (২ ফেব্রুয়ারী ) বিকেল ৫টার দিকে মডেল টাউনের একটি ফাঁকা প্লটে বালির মধ্যে আধা-পোতা অবস্থায় মরদেহটি দেখতে পাওয়া যায়। সে শিমুলিয়া ইউনিয়নের সিংঘড়িয়া চরপাড়ার বক্কারের ছেলে।
স্থানীয়দের মতে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা খোঁজ নিতে গিয়ে মরদেহের সন্ধান পান এবং দ্রুত খোকসা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। উপস্থিত জনতার মধ্যে আজাদ মোল্লার এক আত্মীয় মরদেহ দেখে সন্দেহ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে আজাদ মোল্লার পরিবারকে খবর দেন। সন্ধ্যার দিকে আজাদ মোল্লার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। আজাদ মোল্লার পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। ছেলে রিপন হোসেন (১৯) নিখোঁজ হওয়ার বিষয়ে গতকাল খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলো। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম (ওসি) জানান, মডেল টাউন থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় নিশ্চিত হয়েছেন। বিস্তারিত এখনই কিছু বলা যাচ্ছেনা। শেষ খবর পাওয়া পর্যন্ত আজাদ মোল্লার মরদেহ খোকসা থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Post a Comment

Previous Post Next Post