নিজস্ব সংবাদদাতা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভ্যানচালক আজাদ মোল্লার (৪৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ। একই সঙ্গে নিহতের ব্যবহৃত ভ্যানটিও উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, খোকসা উপজেলার সিংঘরিয়া গ্রামের বাসিন্দা আজাদ মোল্লা গত ২৯ জানুয়ারি রাত ৮টার দিকে ভ্যান চালানোর জন্য বিলজানী এলাকায় বের হন। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে ১ ফেব্রুয়ারি তার মা সালেহা খাতুন খোকসা থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি নং-৩৭, তারিখ-০১-০২-২০২৫) করেন।
এরপর ২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় খোকসা মডেল টাউন আবাসিক প্লটের উত্তর কোণে বালুর নিচে মোড়ানো অবস্থায় আজাদ মোল্লার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে খোকসা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা (মামলা নং-২, তারিখ-০২-০২-২০২৫) দায়ের করেন।
মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
খোকসার হেলালপুর গ্রামের ইন্তাজ হোসেন এর ছেলে সোহাগ হোসেনকে (৩৪) রাজবাড়ীর পাংশা উপজেলার নিভাইনাথপুর এলাকা থেকে এবং হেলালপুর গ্রামের হাসান শেখ এর ছেলে সাগর হোসেনকে (২৫) খোকসার মোড়াগাছা তিনরাস্তার মোড় থেকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে সোহাগ হোসেন হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার রাজনগর বাজার এলাকা থেকে নিহত আজাদ মোল্লার ভ্যান উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খোকসা মডেল টাউনে লাশ উদ্ধারের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ভ্যান
Nahiduzzaman soyon
0
Nahiduzzaman soyon
Hlw..this is soyon from Khoksa,Kushtia,Bangladesh.
This is my blog and hope u will enjoy my blog...thnx.
Post a Comment