কুষ্টিয়ায় বিএনপির জনসভা সফল করতে খোকসায় ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১৯ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খোকসা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দের উপস্থিতিতে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের নেতাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জনসভার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণ ও সাংগঠনিক করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম পিনো, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফুর ইসলাম বাবু, খোকসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুর ইসলাম রিয়াজ, খোকসা পৌর ছাত্রদলের আহ্বায়ক তানভীর সরীফ স্বাধীন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব মল্লিক, ছাত্রদল নেতা সোহান হোসেন, আদিত্য শুভ রিয়াদ এবং উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রস্তুতি সভায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম পিনো আসন্ন জনসভাকে সফল করতে ছাত্রদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন,আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী জনসভার ধারাবাহিকতায় কুষ্টিয়ায় এই জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টায় কুষ্টিয়ায় নিশান মোড় সংলগ্ন হাউজিং মাঠে আমরা একসঙ্গে মিলিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন গতি সঞ্চার করব। তিনি আরও বলেন,সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমাদের এই জনসভা। প্রস্তুতি সভায় উপস্থিত ছাত্রদল নেতার,কেন্দ্রীয় ও জেলা বিএনপির আহ্বানে সাড়া দিয়ে আসন্ন জনসভাকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের ঘোষণা দেন। তারা বলেন,জনসভায় ব্যাপক উপস্থিতির মাধ্যমে আমরা কুষ্টিয়ায় বিএনপির শক্তিশালী অবস্থান প্রমাণ করব এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব।

Post a Comment

Previous Post Next Post