কুষ্টিয়ার খোকসা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযুক্ত মোঃ বাদশা হোসেন (২৯)-কে গ্রেফতার করেছে। তিনি খোকসার পাইকপাড়া মির্জাপুর এলাকার বাসিন্দা এবং মোঃ হাসান আলী শেখের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে পাইকপাড়া মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে খোকসা থানায় মামলা নং-০৪, তারিখ-০৯-০২-২০২৫-এর ভিত্তিতে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ (ধারা ৪/৫/৬) এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ (ধারা ১৫(৩)/২৫ডি) এর অধীনে মামলা রয়েছে।
গ্রেফতারের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
খোকসায় বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার
Nahiduzzaman soyon
0
Nahiduzzaman soyon
Hlw..this is soyon from Khoksa,Kushtia,Bangladesh.
This is my blog and hope u will enjoy my blog...thnx.
Post a Comment