কুষ্টিয়ার কুমারখালীর বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতির মেয়ে ইসরাত জাহান লাবনী (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়া এন এস রোডের মোয়াজ্জেম স্টোরের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভ্যাট অ্যান্ড ট্যাক্স অফিসের কর্মকর্তা ছিলেন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, আইনি প্রক্রিয়া চলমান বলে পুলিশ জানিয়েছে।
অটোরিকশায় প্রাণ গেলো ইবি কর্মকর্তার
Nahiduzzaman soyon
0
Nahiduzzaman soyon
Hlw..this is soyon from Khoksa,Kushtia,Bangladesh.
This is my blog and hope u will enjoy my blog...thnx.
Post a Comment