খোকসায় স্থানীয় সরকার দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খোকসায় স্থানীয় সরকার দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খোকসা (২৫ ফেব্রুয়ারি ২০২৫):
খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব প্রদীপ্ত রায় দীপন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তারা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা স্থানীয় সরকারের গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে মতবিনিময় করেন এবং সরকারি সেবা কার্যক্রম আরও জনবান্ধব করার উপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। স্থানীয় সরকার দিবস উদযাপনের অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Post a Comment

Previous Post Next Post