রমজান মাসে তারাবির নামাজের সময়, অর্থাৎ রাত ৮টা থেকে ১০টার মধ্যে, বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে খোকসা থানা পুলিশ।
খোকসা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ে অধিকাংশ পুরুষ মসজিদে নামাজ আদায়ে ব্যস্ত থাকেন। এ সুযোগে সংঘবদ্ধ অপরাধীরা চুরি, ডাকাতি বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে। তাই পরিবারের সদস্যদের বিশেষ করে বাড়ির মহিলাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে খোকসা থানা পুলিশের পক্ষ থেকে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। বাসার দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখা, মসজিদে নামাজে গেলে সঙ্গে মোবাইল ফোন রাখা এবং বাড়িতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, যেকোন সন্দেহজনক পরিস্থিতিতে ৯৯৯ বা থানার মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করেছেন ।
তারাবির সময় নিরাপত্তা সতর্কতা: খোকসা থানা পুলিশের পরামর্শ
Nahiduzzaman soyon
0
Nahiduzzaman soyon
Hlw..this is soyon from Khoksa,Kushtia,Bangladesh.
This is my blog and hope u will enjoy my blog...thnx.
Post a Comment