খোকসায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মো. রবিউল ইসলাম (৪২)–কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার শোমশপুর ইউনিয়নের বরইচারা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রবিউল ইসলামের বাড়ি একই ইউনিয়নের বরইচারা গ্রামে। তার বিরুদ্ধে কুষ্টিয়া আদালতে দায়েরকৃত সিআর মামলা নম্বর ৩৯৬/২৩ অনুযায়ী এক বছরের সাজা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক অবস্থায় জেলার বিভিন্ন এলাকায় গা-ঢাকা দিয়ে ছিলেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরইচারা এলাকায় অভিযান চালিয়ে পলাতক রবিউলকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, রবিউলের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Post a Comment

Previous Post Next Post