উসাস-এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
খোকসার অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘উসাস’(উপজেলা সাংস্কৃতিক সংস্থা )এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (৫ মে) সন্ধ্যায় জানিপুরস্থ সংগঠনের নিজস্ব ভবনে। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা এই ঐতিহ্যবাহী সংগঠনটি নতুন নেতৃত্বের মাধ্যমে পুনরায় গতিশীল হয়ে সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ রবিউল আলম বাবুল এবং সঞ্চালনা করেন সাংস্কৃতিক সচিব শেখ রফিকুল ইসলাম। সভার শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিশেষভাবে স্মরণ করা হয় সদ্য প্রয়াত হবিবুর রহমান হবি-কে। সভায় অতিথিবৃন্দ সংগঠনটির গৌরবময় ইতিহাস, সাংগঠনিক কাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান তাঁর বক্তব্যে ‘উসাস’কে একটি অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে ঘোষণা দেন।
পরবর্তীতে সর্বসম্মতিক্রমে গঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির প্রধান দায়িত্বপ্রাপ্তরা হলেন: সভাপতি: মোঃ রবিউল আলম বাবুল সিনিয়র সহ-সভাপতি: শামিম আহমেদ বাবু সহ-সভাপতি: সুভাষ চন্দ্র বিশ্বাস মহাসচিব: মোঃ আনোয়ার হোসেন মুকুল যুগ্ম মহাসচিব: সোয়েব হাবিব ও নাহিদুজ্জামান নাহিদ সাংগঠনিক সচিব: ইস্তেকবাল চয়ন যুগ্ম সাংগঠনিক সচিব: সুমন বিশ্বাস অর্থ সচিব: এনামুল কবির যুগ্ম অর্থ সচিব: জাহিদুল ইসলাম সোনা নাট্য সচিব: সত্য চক্রবর্তী যুগ্ম নাট্য সচিব: রেজাউর রহমান সাংস্কৃতিক সচিব: শেখ রফিকুল ইসলাম যুগ্ম সাংস্কৃতিক সচিব: মহাদেব বিশ্বাস মোহন দপ্তর সচিব: মোঃ নুরুজ্জামান যুগ্ম দপ্তর সচিব: নারায়ণ চন্দ্র মালাকার ধর্ম সচিব: জাহিদ হাসান রাহাত ক্রীড়া সচিব: পিযূষ কুমার মজুমদার যোগাযোগ ও পরিবহন সচিব: শেখ আলাউদ্দিন প্রচার সচিব: নাহিদুজ্জামান শয়ন সমাজকল্যাণ সচিব: মিজানুর রহমান সাহিত্য ও প্রকাশনা সচিব: আশরাফুল আলম টিটো যুগ্ম সাহিত্য ও প্রকাশনা সচিব: রেজাউল করিম রেজা শিক্ষা সচিব: অধ্যক্ষ আব্দুল মতিন মনি পাঠাগার সচিব: রেজানুর রহমান বুধো আইন সচিব: অ্যাডভোকেট সুদীপ্ত সিংহ অন্তু এছাড়াও ৭৬ জন নির্বাহী সদস্যসহ মোট ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। উপদেষ্টা পরিষদে রয়েছেন: ১. বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান ২. বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী ৩. বীর মুক্তিযোদ্ধা এ জেড জি রশিদ রেজা বাজু ৪. অধ্যক্ষ (অব.) আনিস উজ্জামান স্বপন ৫. অধ্যক্ষ (অব.) এস এম আলীম রেজা আকু ৬. রেদওয়ানুল করিম রঞ্জু ৭. সিরাজুল ইসলাম ৮. আনোয়ার হোসেন ৯. ডা. কামরুজ্জামান সোহেল ১০. নাফিজ আহমেদ খান রাজু ১১. ওহিদুজ্জামান সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে আগত অতিথিদের জন্য ভোজের আয়োজন করা হয়। নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, ‘উসাস’ আগামীতেও নাট্যচর্চা, সাহিত্য, সংগীত এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সাংস্কৃতিক বিকাশে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

Post a Comment

Previous Post Next Post