মাগুরার শিশু আছিয়া আর নেই
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরার সেই শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
সিএমএইচের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ জানান, শিশুটির আজ সকালবেলা দুই দফায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে এলেও দুপুর ১২টায় আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এ দফায় সিপিআর দেওয়া হলেও শিশুটির হৃৎস্পন্দন আর ফিরে আসেনি। পরে দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
বিস্তারিত আসছে,,,,
মাগুরার সেই শিশুটি আর নেই
Nahiduzzaman soyon
0
Nahiduzzaman soyon
Hlw..this is soyon from Khoksa,Kushtia,Bangladesh.
This is my blog and hope u will enjoy my blog...thnx.
Post a Comment